বাংলাধারা প্রতিবেদন »
বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ও কাউন্সিলের তারিখ পরিবর্তনের দাবিতে আবার বিক্ষোভ করছেন বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। তাঁরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়ে নয়াপল্টনে অবস্থান নিয়েছেন।
ছাত্রদলের বিলুপ্ত কমিটির সাবেক নেতাদের নেতৃত্বে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন।
দুপুরের দিকে বিক্ষোভ কর্মসূচী লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ অংশের নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক আল আশরাফ মামুন আহত হয়েছেন।
ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রদলের বিক্ষুব্ধ নেতারা অবস্থান কর্মসূচি শেষে চলে আসার পথে ককটেল বিস্ফোরণে আহত হন মামুন। বিক্ষুব্ধরা এ হামলার জন্য দলীয় সিন্ডিকেটকে দায়ি করেছে।
বিক্ষোভের এক পর্যায়ে ছাত্রদলের দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে বলেও জানা গেছে।
বাংলাধারা/এফএস/এমআর