বাংলাধারা ডেস্ক »
টস হেরে ব্যাট করা বাংলাদেশ দল আফগানদের বিপক্ষে লিটন দাসকে ওপেনিংয়ে নামিয়েছে। সৌম্য সরকারের যায়গায় ইনিংস শুরু করেন তিনি। তার সঙ্গে আছেন তামিম ইকবাল। আফগান ডানহাতি অফ স্পিনার মুজিব উর এবং নবীকে শুরুতে সামলাতে ডান হাতি বাঁ-হাতি কম্বিনেশনে নেমেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে টাইগারদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শুরুর আগেই ‘ডার্ক হর্স’ তকমা পায় বাংলাদেশ। টিকে আছে সেমিফাইনালের আশা। আফগানদের বিপক্ষে সেমির পথে এগিয়ে যাওয়ার পালা।
বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে দুই পরিবর্তন নিয়ে খেলছে। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন এবং পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। আফগানিস্তান দলে এ ম্যাচে দুই পরিবর্তন। স্পিনের বিপক্ষে সাবলীল হযরতউল্লাহ জাজাইকে বসিয়ে মিডল অর্ডারের শক্তি বাড়াতে এবং দ্রুত রান তুলতে পারদর্শী সামিউল্লাহ সেনওয়ারিকে দলে নিয়েছে তারা। সেনওয়ারি লেগ স্পিনেও দলের হয়ে অবদান রাখতে পারেন। এছাড়া দলে নেওয়া হয়েছে পেসার দৌলত জাদরানকে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি