বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ ইনিংসের দৌলতের করা ২১ তম ওভারের শেষ বলে ১ রান নিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে, বাংলাদেশ দল ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে। মাঠে নেমে এখন ব্যাট করছেন মুশফিকুর রহিম। রান তুলেছেন ২৪। তার সঙ্গে সাকিব আল হাসান ৪১ রানে ক্রিজে আছেন। লিটন দাস ১৬ রান করে ফেরেন। সেই সাথে ৩৬ রান করে আউট হন ওপেনার তামিম ইকবাল।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি