spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামভালো কাজের স্বীকৃতি পাচ্ছেন ১০ পুলিশ কর্মকর্তা

ভালো কাজের স্বীকৃতি পাচ্ছেন ১০ পুলিশ কর্মকর্তা

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রথমবারের মতো বৃহস্পতিবার (২৭ জুন) চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে দেশের ১০জন কৃতি পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে।

সোমবার (২৪ জুন) দুপুর ১২টায় দামপাড়া পুলিশ লাইন্সে কনফারেন্স হলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

পুলিশ কমিশনার বলেন, নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ১১টায় শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অতিথি হিসেবে যোগ দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ অনুষ্ঠান চলবে বিকাল ৩টা পর্যন্ত। সেখানে শুধুমাত্র পুলিশ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের প্রবেশাধিকার থাকবে।

তিনি আরও বলেন, বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে ঢাকায় তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এবারই প্রথম ঢাকার বাইরে এ অনুষ্ঠান হচ্ছে। দেশের পুলিশ বিভাগে জনবলের ৭ শতাংশ অর্থাৎ ২৩ হাজার নারী সদস্য কাজ করেন। তার মধ্যে ৭২ জন পুলিশ সুপার ও তদুর্ধ কর্মকর্তা।

এইদিন বিকালে দামপাড়া পুলিশ লাইন্সের সামনে থেকে কমিউনিটি পুলিশিং এর সমাবেশ উপলক্ষে র‌্যালি বের করা হবে। র‌্যালিটি জিইসি কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হবে। সেখানেও সমাবেশে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অতিথি থাকবেন সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল, এম এ লতিফ, মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ বিশিষ্টজনরা।

এদিকে, বুধবার (২৬ জুন) বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের র‌্যালি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানানো হয় মিট দ্য প্রেস-এ। এবার চট্টগ্রামের ২ জন `বাংলাদেশ উইমেন পুলিশ এওয়ার্ড’ পাচ্ছেন । তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রাণী সাহা এবং কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ