spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদঅন্যান্যপরিবার নিয়ে ফ্রান্স যাচ্ছেন সাকিব

পরিবার নিয়ে ফ্রান্স যাচ্ছেন সাকিব

spot_img

বাংলাধারা প্রতিবেদক »

বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা। আগামী ২ জুলাই এজবাস্টনে ভারতের সঙ্গে খেলতে নামবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলার আগে লম্বা সময় পেয়েছে টাইগাররা।

তাই খেলোয়াড়দের পাঁচ দিনের ছুটি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। আর এই ছুটিতে সবাই নিজেদের মতো করে পরিকল্পনা সাজাচ্ছেন। তবে এই পরিকল্পনায় এগিয়ে চলমান বিশ্বকাপের রেকর্ড বয় সাকিব। পরিবার সহ রওয়ানা হয়ে যাচ্ছেন ফ্রান্সে। স্ত্রী উম্মে হাসান শিশির ও কন্যা অ্যালাইনা হাসান অব্রির সঙ্গে সুগন্ধির শহর ফ্রান্স ভ্রমণে সঙ্গে থাকবেন সাকিবের বাবা ও মা।

২০ জুলাই নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন ইংল্যান্ডে এসে পৌঁছেছেন সাকিবের বাবা-মা। ফ্রান্স ভ্রমণ শেষে তাদের সুইজারল্যান্ডেও যাওয়ার কথা রয়েছে, তবে সাকিব ফ্রান্সে গেলেও অন্যরা এখনো ঠিক করে উঠতে পারেননি কোথায় যাবেন।

বাংলাধারা/এফএস/এমআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ