কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফে এক রাইচ মিলে অভিযান চালিয়ে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ৪টি লম্বা বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার (২৪ জুন) রাতে টেকনাফের হ্নীলা রঙ্গীখালী হেলালের মালিকানাধীণ ভাই ভাই রাইসমিলে এ অভিযান চালানো হয়। আটক আফসার কামাল (২৭) কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকার মো. ফরিদ আহাম্মদের ছেলে।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খাঁন (পিএসসি) মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, টেকনাফের হ্নীলা রঙ্গিখালী জৈনক হেলাল উদ্দিনের মালিকানাধীন ভাই ভাই অটো রাইচ মিলে বেশ কয়েকজন অস্ত্র ব্যবসায়ী দেশীয় অস্ত্র হাতবদল করছে এমন খবর পেয়ে ২ বিজিবি একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় রাইচ মিলের ধানের বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা দেশীয় তৈরী ৪টি আগ্নেয়াস্ত্র ১০ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয় এবং এই অবৈধ অস্ত্র গুলো মজুদ রাখার অপরাধে অস্ত্র ব্যবসায়ীকে আফসারকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর