spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদজাতীয়মোবাইল চার্জে দিয়ে গেম খেলায় বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মোবাইল চার্জে দিয়ে গেম খেলায় বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা ডেস্ক »

শেরপুরের শ্রীবরদীতে মোবাইল চার্জে দিয়ে গেম খেলার সময় বিদ্যুতায়িত হয়ে নবম শ্রেণির রিজভি বিল্লাল অর্ণব নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

সোমবার ( ২৪ জুন ) রাতে ওই ছাত্রের শোয়ারঘরে এ ঘটনা ঘটেছে। নিহত অর্ণব ওই এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী আমিন জুবায়েদের বড় ছেলে। মোবাইল চার্জে দিয়ে গেম খেলার সময় হঠাৎ শটসার্কিট হয়। এ সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান রিজভি।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন তালুকদার বলেন, অর্ণব মোবাইল চার্জে দিয়ে গেম খেলছিল। হঠাৎ করেই শর্টসার্কিট হলে সে বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ