বাংলাধারা প্রতিবেদন »
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।
আকাশ মেঘলা থাকার কারনে বল প্রচুর সুইং করলেও ১২ ওভার পর্যন্ত কান উইকেটের দেখা পাননি ইংলিশ বোলাররা। অন্যদিকে শুরুতে দেখে শুনে খেললেও আস্তে আস্তে হাত খুলে শট খেলা শুরু করেছেনে অস্ট্রেলিয়া অধিনায়ক এ্যারন ফিঞ্চ। তবে অপর প্রান্তে দেখে-শুনে বেট চালিয়ে উইকেটে থিতু হওয়ার মিশনে আছেন আরেক ওপেনার ডেভিড ওয়ারনার।
ওভার প্রতি ৫ দশমিক ৭ রানরেটে প্রথম ১৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭১, ফিঞ্চ বেট করছেন ৩৯ রানে আর ওয়ার্নারের সংগ্রহ ২৯ রান।
নিজেদের মাঠে খেলা হওয়ার পরও ইয়ন মরগ্যানের দলই বেশি চাপে থাকবে। কারণ, ছয় ম্যাচে চার ও দুই হারে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৮। ফেবারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে আসা দলটি এখনো শেষ চার নিশ্চিত করতে পারেনি। অস্ট্রেলিয়া কিছুটা হলেও নির্ভার। দারুণ ছন্দে থাকা দলটি ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে পেয়ে গেছে ১০ পয়েন্ট। ফলে, সেমিফাইনালে ওঠার পথে অ্যারন ফিঞ্চের দলের আর খুব বেশি বাঁধা নেই।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম