বাংলাধারা প্রতিবেদন »
বিশ্বকাপের ৩১তম ম্যাচে সোমবার (২৪ জুন) সাউথাম্পটনে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে শেষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল টাইগাররা। শেষ চার নিশ্চিত করতে হলে বাকি দুটি ম্যাচও জিততে হবে।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর সাকিব আল হাসান বলেছেন, আমাদের এবারের টার্গেট ভারতের বিপক্ষে ম্যাচটি। ভারত শীর্ষ দলের একটি, তারাও শিরোপার লড়াইয়ে রয়েছে। তাদের বিরুদ্ধে জয় তুলে নেওয়ার কাজটা মোটেও সহজ হবে না, তবে আমরা সেরাটা খেলব।
বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, সেরা ঢেলে দিয়ে ভারতকে হারাতে হবে। আমারা জয়ের সামর্থ্য রাখি। তাদের রয়েছে বিশ্বমানের প্লেয়ার। যারা একাই একটা ম্যাচ নিয়ন্ত্রণ করার সামর্থ রাখে। আমাদের জয়ের সামর্থ্য রয়েছে, আমাদের সেভাবেই খেলতে হবে।
সাবিক বলেন, স্বাগতিক ইংল্যান্ডের সামনে তিনটি ম্যাচ রয়েছে। তাদের অবশ্যই দুটি জয় লাগবে। আমাদের সামনে আছে দুটি ম্যাচ, দুটিতেই জয় লাগবে। সে হিসেবে সেমিফাইনালে যাওয়ার হিসেব কঠিন। তবে ক্রিকেটে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে। আমরা বিশ্বাস রাখি, পরের দুই ম্যাচে ভালো করব।
ভারতের বিপক্ষে বাংলাদেশর ম্যাচটি আগামী ২ জুলাই। আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ৫ জুলাই।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম