spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৯ মে ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামসমস্যা চিহ্নিত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে

সমস্যা চিহ্নিত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে

spot_img

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছেন, অধিকাংশ মানুষের মূল সমস্যা চিহ্নিত করে আর্থ সামাজিক টেকসই উন্নয়ন সম্ভব। এভাবেই দেশের সব ধরণের উন্নয়ন কাজের গুণগত মান সমুন্নত রেখে তার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানো গেলে জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়ন সহজ হবে।

মঙ্গলবার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালার উদ্বোধনীতে জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় ডিসি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা নিমার্ণে তাঁরই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে দেশ।

উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহা. শাজাহান আলী, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমূখ। উদ্বোধনী শেষে কর্মশালা পরিচালনা করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী সহ শতাধিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

বাংলাধারা/এফএস/এমআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ