spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদঅন্যান্যচবির নতুন সহকারী প্রক্টর রেজাউল করিম

চবির নতুন সহকারী প্রক্টর রেজাউল করিম

spot_img

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রেজাউল করিমকে। তিনি কম্পিউটার সায়েন্স এন্ড প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক। ২৪ জুন থেকে তিনি সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৫জুন) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী প্রক্টরের নিয়োগের এ বিষয়টি জানানো হয়। এর আগে ২০১১-১২ সালে সহযোগী অধ্যাপক রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি ২০১৩ সালে চবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (২০১৮-২০২০) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাধারা/এফএস/এমআর/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ