spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যইংল্যান্ডের হারে বাংলাদেশের লাভ!

ইংল্যান্ডের হারে বাংলাদেশের লাভ!

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

বিশ্বকাপের পয়েন্ট টেবিলটা গোলকধাঁধার মতো। গ্রুপ পর্ব প্রায় শেষ হতে চললেও কোনো দলের সেমিফাইনাল এখনও নিশ্চিত নয়। কয়েকটি দলকে সেমিতে যেতে হলে জিততে হবে টানা ম্যাচ, কারো ভাগ্য ঝুলে আছে অন্যদের হারের ওপর। এক-আধটা অঘটন ঘটলে কিন্তু সেমিফাইনালের লাইন আপে নাটকীয় পরিবর্তন আসবে।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে স্বাগতিক ইংল্যান্ড। জয়ের জন্য স্বাগতিকদের সামনে ২৮৬ রানের লক্ষ্য রেখেছে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি অজিরা। ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে ৭৮ রান তুলতেই হারিয়েছে ৪ টি উইকেট।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ নিয়ে দারুণ আগ্রহী বাংলাদেশের সমর্থকরা। টাইগারদের সেমিফাইনাল ভাগ্য যে ইংল্যান্ডের হারের ওপর অনেকটাই নির্ভর করছে। আজ অস্ট্রেলিয়া যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ।

শেষ দুটি ম্যাচে বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তানকে হারায় আর শেষ দুটি ম্যাচের অন্তত একটিতে ইংল্যান্ড যদি হেরে যায় তাহলেই সেমিফাইনালের পথ অনেকটাই পরিস্কার হবে টাইগারদের। আজ অস্ট্রেলিয়ার হয়ে গলা ফাটাচ্ছেন টাইগার সমর্থকরা।

অজিদের স্কোরটা বেশ হৃষ্টপুষ্ট না হলেও ভদ্রস্থ অবস্থায় রয়েছে এটা বলা যায়। মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা বিশ্বকাপে বল হাতে আগুন ঝড়াচ্ছেন।

জেসন রয় না থাকায় একটু ব্যাকফুটে রয়েছে ইংল্যান্ড। সব মিলিয়ে অস্ট্রেলিয়া যদি এই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশেরই। অন্যকে এই ম্যাাচটা জিতলে প্রথম দল হিসেবে সেমিফাইনালেও উঠবে অস্ট্রেলিয়া।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ