বাংলাধারা প্রতিবেদন »
লক্ষীপুর সদর থানার উত্তর তেমুহনী এলাকায় থেকে ইয়াবাসহ দুই খুচরা মাদকব্যসায়ীকে আটক করেছে লক্ষীপুর জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ১১ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো নবী হোসেনের স্ত্রী লায়লা বেগম (৫০) ও রুহুল আমিন বাবুলের ছেলে মোঃ আবু ইউসুফ রনি ( ২৪ )।
লক্ষীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান বলেন, আমরা গোপন সংবাদে জানতে পারি আসামীরা বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য কিনে তা মাদক সেবিদের কাছে খুচরা বিক্রি করে থাকে। পরবর্তীতে বাঞ্চানগর গ্রামের নুরউদ্দিনের ভাড়া বাড়িতে অভিযান চালালে ৪৭ পিচ ইয়াবাসহ এ দুই আসামীকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লক্ষীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি