spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যপাকিস্তানের বোলিং তোপে ছন্নছাড়া নিউজিল্যান্ড

পাকিস্তানের বোলিং তোপে ছন্নছাড়া নিউজিল্যান্ড

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

সেমিফাইনালের স্বপ্ন পাকিস্তানের এখনও টিকে আছে। আর এক পা সেমিতে দিয়ে রেখেছে কিউইরা। তবে ভালো শুরুর পর নিউজিল্যান্ডের খারাপ খেলার রেকর্ড আছে। পাকিস্তান আবার শেষ দিকে ভালো খেলে। নিউজিল্যান্ডকে শুরুতে চাপে ফেলে দিয়ে সেই শো’ শুরু করেছে তারা।

মোহাম্মদ আমির এবং শাহিন আফ্রিদির তোপে শুরুতে তিন উইকেট হারিয়েছে তারা। পাকিস্তান ১২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে। দলকে ভরসা দিতে কেন উইলিয়ামসন ২৪ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী জেমি নিশাম।

এর আগে মার্টিন গাপটিল, কলিন মুনরো এবং রস টেইলর শুরুতে ব্যর্থ হয়ে ফিরেছেন। নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচটা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। কিউইদের হারালে পাকিস্তান সেমিফাইনালের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। কিউইদের বিপক্ষে পাকিস্তান হারলে তাদের সেমির স্বপ্ন সুতোর ওপর ঝুলবে।

বাংলাদেশ ক্রিকেট ভক্তরা তাই পাকিস্তানের হার কামনা করছে এ ম্যাচে। এর আগে ভেজা আউট ফিল্ডের কারণে এজবাস্টনে টসে বিলম্ব হয়। প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। টস জিতে নিউজিল্যান্ড এ ম্যাচে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, ্মিশেল সাটনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, হ্যারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ