spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যধর্ষণের ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে মসজিদের ইমামের সাজা

ধর্ষণের ভিডিও ধারণ, পর্নোগ্রাফি আইনে মসজিদের ইমামের সাজা

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা ডেস্ক »

দশ বছরের এক শিশুকে মক্তবে ধর্ষণের ঘটনা ভিডিও করে তা এলাকায় ছড়ানোর ঘটনায় ধামরাইয়ের একটি মসজিদের ইমাম ও তার সহযোগীকে পর্নোগ্রাফি আইনে সাজা দিয়েছে ঢাকার একটি আদালত।

রায়ে তাদের প্রত্যেককে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(২) (৭) ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।

বৃহস্পতিবার (২৭জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু ফোরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এই রায় দেন।

দণ্ডিতরা হলেন মসজিদের ইমাম সেলিম হোসেন ও তার সহযোগী জামাল। সেলিম হোসেন ধামরাইয়ের বাসনা গ্রামের মিরাজ হোসেনের ছেলে। তিনি আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। অপর দণ্ডিত জামাল একই এলাকার দীঘল গ্রামের বাসিন্দা বদর উদ্দিন বুদ্ধুর ছেলে। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এ আদালতের অতিরিক্ত কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল।

রায়ের বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৫ মে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশু মসজিদের মক্তবে পড়তে গেলে ইমাম সেলিম তাকে ফুসলিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

সে সময় জামাল তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে তারা ওই ভিডিও এলাকায় ছড়িয়ে দেন। এ ঘটনায় মেয়েটির বাবা ধামরাই থানায় মামলা করেন।

দণ্ডিতদের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে আলাদা আরেকটি মামলার বিচার চলছে ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ