spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদচট্টগ্রামমা-মেয়েকে কুপিয়ে গুরুতর আহত করেছে কাজের মেয়ে

মা-মেয়েকে কুপিয়ে গুরুতর আহত করেছে কাজের মেয়ে

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর চকবাজারে পারসিভাল হিল এলাকায় আনোয়ার মঞ্জিলে মা ও মেয়েকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বাড়ির কাজের মেয়ে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গৃহকর্ত্রী রুনা আক্তার (৩৫) ও তার মেয়ে নাদিবা (৮)। নাদিবা বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ বলেন, ‘সকালে গুরুতর জখম অবস্থায় শিশুসহ এক গৃহকর্ত্রীকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। প্রতিবেশীরা জানান, ‘কান্নার আওয়াজ শুনে ওই বাসায় যায়। গিয়ে দেখি মা-মেয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তবে কি কারণে বাসার কাজের মেয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে জানেন না তারা।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ