spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শুক্রবার, ২ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়সব স্থলবন্দর, বিমানবন্দর এবং নৌবন্দরে ‘রেড এলার্ট’ জারি

সব স্থলবন্দর, বিমানবন্দর এবং নৌবন্দরে ‘রেড এলার্ট’ জারি

spot_img

বাংলাধারা ডেস্ক »

বরগুনায় প্রকাশ্য দিবালোকে ও স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে  কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে যে জন্যে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর এবং নৌবন্দরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা জানান, বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ পুলিশ।

ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সোহেল রানা বলেন, আসামিরা যেনো দেশত্যাগ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও, আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র‌্যাব এবং ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে বলে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, “ সব আসামিকে শীঘ্রই আইনের আওতায় আনা সম্ভব হবে।”

অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সবার প্রতি অনুরোধও করেন এই পুলিশ কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ