spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকএবার ফ্রান্সের মসজিদে বন্দুকধারীর হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২

এবার ফ্রান্সের মসজিদে বন্দুকধারীর হামলা, ইমামসহ গুলিবিদ্ধ ২

spot_img

বাংলাধারা ডেস্ক »

ফ্রান্সের পশ্চিমাঞ্চলের শহর ব্রেস্টের একটি মসজিদে বন্দুকধারীর হামলায় ইমামসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। হামলা-পরবর্তী সময়ে ওই বন্দুকধারী নিজেও মাথায় গুলি করে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ব্রেস্টের আটলান্টিক কোস্ট এলাকার সুন্নাহ দ্য ব্রেস্ট মসজিদে ওই হামলার ঘটনা ঘটে। হামলার কারণ এখনো অস্পষ্ট।

গুলিবিদ্ধ মসজিদের ইমামের নাম রশিদ আবু। এ ছাড়া আহত অপর ব্যক্তি ও হামলাকারীর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, এ ঘটনায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন।

সন্ত্রাস নির্মূলবিষয়ক প্রসিকিউটর জিন ফিলিপ্পি জানান, নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় ওই বন্দুকধারী গুলি চালায়। ঘটনার পরিস্থিতি এবং এটি সন্ত্রাসী হামলা কি না, সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে তাঁর কার্যালয় থেকে জানানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ