spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদজাতীয়পায়ুপথে বায়ু ঢুকিয়ে নির্মাণশ্রমিককে হত্যা, সহকারী গ্রেফতার

পায়ুপথে বায়ু ঢুকিয়ে নির্মাণশ্রমিককে হত্যা, সহকারী গ্রেফতার

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা ডেস্ক »

মুন্সীগঞ্জের গজারিয়ায় পায়ুপথে বায়ু ঢুকিয়ে ধনু মিয়া (৪০) নামের এক নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সহকারী মাসুদকে (২২) আটক করেছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, পেশায় রাজমিস্ত্রী ধনু মিয়া গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকায় নিউহোপ নামের একটি ইন্ডাস্ট্রিতে রাজমিস্ত্রীর কাজ করতেন। গত বুধবার সকালে কাজ করার সময় তার সহকারী মাসুদ বায়োমিটার নামের একটি যন্ত্র দিয়ে ঠাট্টার ছলে একপর্যায়ে রাজমিস্ত্রী ধনু মিয়া পায়ুপথে মেশিনের নল ঢুকিয়ে দেন। এতে ধনু মিয়া অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ অবস্থায় ধনু মিয়াকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠিয়ে দেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুইদিন চিকিৎসা নিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মারা যান ধনু মিয়া।

এদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী পরী বানু বাদী হয়ে গতকাল রাতে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবীবুর রহমান জানান, আটকের পর আজ শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আসামি ম্যাজিস্ট্রেটের সামনে নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ