বাংলাধারা ডেস্ক »
সিরাজগঞ্জের পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লায় প্রেমিকার ঘরের জানালার সাথে ঝুলন্ত অবস্থায় মাহমুদ হাসান মানা (২০) নামে এক যুবকের লাশউদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে প্রেমিকা ইভার ঘরের জানালার গ্রিলের সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। পরে দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাবাদের জন্য পুলিশ প্রেমিকা এবং তার বাবা ছানোয়ার হোসেন ও চাচা মনোয়ার হোসেনকে আটক করেছে।
এ ঘটনায় নিহতের বাবা ছবেদ আলী ভুট্টু বাদি হয়ে প্রেমিকা ইভা ও তার বাবা-মা এবং চাচাসহ ৭ জনের বিরুদ্ধে দুপুরে সদর থানায় হত্যা মামলা করেছেন। এ মামলায় আটক ৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠিয়েছে পুলিশ ।
সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম জানান, পৌর এলাকার একডালা ধোপাপাড়া মহল্লার সেনিটারি মিস্ত্রি ছানোয়ার হোসেনের মেয়ে কলেজ পড়ুয়া শাওন ইসলাম ইভার (১৯) সঙ্গে প্রতিবেশি ছবেদ আলী ভুট্টুর ছেলে মাহমুদ হাসান মানার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মানা সম্প্রতি এসএসসি ফেল করায় দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। মেয়েটি ক’দিন আগে প্রেমের বিষয়টি প্রত্যাখান করে। এ ঘটনায় রাগে ও ক্ষোভে বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রেমিক মাহমুদ হাসান মানা কোমরের বেল্ট দিয়ে প্রেমিকা ইভার ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন বলেন, ছেলের বাবা এ ঘটনায় মেয়ে ও তার মা-বাবাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মেয়ের বাবা ও তার স্বজনরা ছেলেটিকে হত্যা করে কৌশলে জানালার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছেন বলে এজাহারে উল্লেখ করেছেন ছবেদ আলী ভুট্টু।
বাংলাধারা/এফএস/এমআর