বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার ভূঁইয়া গলির একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ জুন) ভোর ৬টার দিকে ওই যুবককের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম- শাহেদুল আলম (৩০)। শাহেদুল ওই এলাকার মনজুরুল আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বাংলাধারাকে বলেন, নাসিরাবাদ এলাকা থেকে শাহেদুল আলম নামের ওই যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিলিং ফ্যানে ঝুলানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে বলে পরিবারের লোকজন জানায়। সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম