বাংলাধারা প্রতিবেদন »
টানা এগারো ম্যাচ হারের বিব্রতকর রেকর্ড নিয়ে বিশ্বকাপে এসেছিল পাকিস্তান। ছন্নছাড়া সেই দলটিকে নিয়ে তাই আশাবাদী ছিলেন না কেউই। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে নিজেদের উপস্থিতি জানান দেয় পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকা ও শিরোপাপ্রত্যাশী নিউজিল্যান্ডকেও হারায় সরফরাজ আহমেদের দল।
পাকিস্তানের সামনে রয়েছে শেষ চারে ওঠার সুযোগ। আজ আফগানিস্তানকে হারালে বাংলাদেশকে টপকে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে আসবে তারা। পাকিস্তানের ক্ষেত্রে এবারের আসরের শেষ চারে ওঠার সম্ভাবনাটা বেশ ভালোই রয়েছে।
আজ আফগানিস্তান ও শেষ ম্যাচে বাংলাদেশকে হারালে শেষ চারে উঠতে পারে দলটি। সেক্ষেত্রে ইংল্যান্ডকে শেষ দুটি ম্যাচের একটিতে হারতে হবে।
তবে পাকিস্তানকে ছাড় দেবে না বাংলাদেশও। শেষ দুটি ম্যাচে জয় পেলে টাইগারদেরও জোরালো সম্ভাবনা রয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার। পাকিস্তান-আফগানিস্তান এ পর্যন্ত তিনটি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। তিনবারই জিতেছে পাকিস্তান। সবশেষ এশিয়া কাপে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল সরফরাজের দল। বিশ্বকাপে এটি দু’দলের প্রথম সাক্ষাত।
আফগানিস্তান চলতি আসরে একটি ম্যাচেও জয় পায়নি। তবে পাকিস্তানকে হারের স্বাদ দিতে মুখিয়ে আছে দলটি। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে পাকিস্তানের থেকে চার ধাপ পিছিয়ে আছে আফগানিস্তান। সরফরাজদের অবস্থান র্যাংকিংয়ে ষষ্ঠ। অন্যদিকে আফগানরা আছেন দশে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম