বাংলাধারা ডেস্ক »
রাজধানীর গ্রীনরোড এলাকার একটি ১৪ তলা ভবনের নিচ তলায় তিন রুম বিশিষ্ট একটি ফ্ল্যাটে কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় ২ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মো. সুজন (২৪) ও মো. রাকিব (২৩)। রবিবার (৩০ জুন) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত ডিউটি অফিসার নাজমা আক্তার বলেন, গ্রীনরোডের একটি ১৪ তলা ভবনের নিচ তলার তিন রুম বিশিষ্ট একটি ফ্ল্যাটে কেমিক্যাল ছিল। ওখান থেকেই বিস্ফোরণের সূত্র ঘটে। আমাদের ইউনিট পৌঁছানোর আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি