spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৭ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়সুন্দরবনের মোংলায় ৫ সিমেন্ট কারখানাকে ছাড়পত্র

সুন্দরবনের মোংলায় ৫ সিমেন্ট কারখানাকে ছাড়পত্র

spot_img

বাংলাধারা ডেস্ক »

সুন্দরবনের কাছে মোংলায় পাঁচ সিমেন্ট কারখানাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড, বসুন্ধরা সিমেন্ট মিলস লিমিটেড, মোংলা সিমেন্ট মিলস লিমিটেড, দুবাই-বাংলা সিমেন্ট মিলস লিমিটেড এবং হোলসিম (বাংলাদেশ) লিমিটেড।

শনিবার ( ২৯ জুন ) জাতীয় সংসদে বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এ কথা জানান। মন্ত্রী জানান, সুন্দরবনের কাছে মোংলা উপজেলার মোংলা বন্দর শিল্প এলাকায় পাঁচ সিমেন্ট কারখানাকে প্রতিবেশগত ছাড়পত্র দেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো সুন্দরবন রিজার্ভ ফরেস্ট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিষ্ঠানগুলো কর্তৃক যাতে পরিবেশ দূষণ না হয় সেজন্য পরিবেশ অধিদফতর এসব শিল্পকারখানা নিয়মিত পরিবীক্ষণ করছে এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ