বাংলাধারা প্রতিবেদন »
এসেছে বর্ষাকাল এবং এর সাথেই শুরু হতে যাচ্ছে দুস্থ মানুষের মাঝে বর্ষাকালীন নানা ভোগান্তি। নগরীর রিকশাচালকেরা এই বৃষ্টিতে ভিজেই প্রতিনিয়ত পরিবহণ সেবা দিয়ে যান।
রিকশাচালকদের বর্ষাকালীন এই দুর্ভোগ লাঘবের উদ্দ্যেশে রেদিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ নিয়েছে রেইনকোট বিতরনের উদ্যোগ।
রোববার (৩০জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেডিসন ব্লু চট্টগ্রামের গেইট নং ২ এর পাশেই রিকশাচালকদের মাঝে এই উন্নত মানের রেইনকোট বিতরণ করা হয়।
রেইনকোট বিতরনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেড চট্টগ্রামের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল হাশেম এবং রেডিসন ব্লু চট্টগ্রামের ব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস সহ সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
বাংলাধারা/এফএস/এমআর