সন্দ্বীপ প্রতিনিধি »
সন্দ্বীপ পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) ১ কোটি ২৩ লক্ষ টাকার এডিবি’র প্রাপ্তি লক্ষ্যমাত্রা নির্ধারন করে মোট ১২কোটি ৬০ লক্ষ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।বাজেট বক্তব্য ও বাজেট উপস্থাপন করেন সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্যা টিটু।
সন্দ্বীপ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠেয় অনুষ্ঠানে পৌর মেয়র তাঁর বক্তব্যে উপস্থিত পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, জনকল্যাণে প্রতিষ্ঠিত পৌরসভা জনদূর্ভোগ নিরসনে দায়বদ্ধ ও জনসেবা নিশ্চিত করনে অঙ্গিকারবদ্ধ। তিনি সরকারে পাশাপাশি জনগণকে উন্নয়নের গর্বিত অংশিদার হতে নিয়মিত পৌর কর পরিশোধ করে নিজেদের কাংখিত উন্নয়ন বুঝে নিতে পৌরবাসীর প্রতি অনুরোধ জানান।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সন্দ্বীপ পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর গণ, পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও পৌর এলাকা সহ সন্দ্বীপের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এমআর