spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ৫ জুন ২০২৩
প্রচ্ছদজাতীয়এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জি এম কাদের

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জি এম কাদের

spot_img

বাংলাধারা ডেস্ক »

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে আজ সোমবার জানিয়েছেন তাঁর ভাই জি এম কাদের।

সোমবার (১ জুলাই) সকালে জাতিয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এরশাদের ফুসফুস সংক্রমণ কমেছে, কিন্তু কিডনি সংক্রমণ বেড়েছে। তাঁর সামগ্রিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

সাবেক এই রাষ্ট্রপতিকে লাইফ সাপোর্টে রাখা হবে কি না এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘লাইফ সাপোর্টে রাখার মতো খারাপ অবস্থা এখনো এরশাদের হয়নি।’

রোববার থেকে এরশাদের শারীরিক অবস্থা আবার খারাপ হওয়ায় তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

রোববার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের কাদের বলেন, শ্বাস-প্রশ্বাসে সমস্যার কারণে তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

এর আগে গত শনিবার জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানান, গত তিন দিনে তাঁর ভাইয়ের শারীরিক অবস্থা ৫০ ভাগ উন্নত হয়েছে।

শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বুধবার এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা।

গত নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি এরশাদকে। তাঁকে গত আট মাসে বিভিন্ন সময়ে সিএমএইচ এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

spot_img

সর্বশেষ