spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদজাতীয়ডিআইজি মিজানকে পুলিশের হাতে তুলে দিলেন হাইকোর্ট

ডিআইজি মিজানকে পুলিশের হাতে তুলে দিলেন হাইকোর্ট

spot_img

বাংলাধারা ডেস্ক »

দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাময়িক বরখাস্তকৃত উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান মিজানের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও, গ্রেপ্তারের পর মিজানকে কারাগারে প্রেরণ করতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ জুলাই) আগাম জামিন নিতে গেলে ডিআইজি মিজানের জামিন আবেদন খারিজ করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এস কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ।

এছাড়া দুর্নীতির অভিযোগে ডিআইজি মিজানের ভাগ্নেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় আদালত বলেন, ‘ডিআইজি মিজানের কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’ জামিন আবেদন খারিজ হওয়ার পর ডিআইজি মিজানকে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। শাহবাগ থানার মাধ্যমে গ্রেফতার দেখিয়ে ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

তিন কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান সোমবার হাইকোর্টে আগাম জামিন নিতে যান।

উল্লেখ্য, গত ২৪ জুন তিন কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও তিন কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগে বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ তার স্ত্রী, ভাই ও ভাগ্নের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত রোববার (২৩ জুন) কমিশনের নির্ধারিত বৈঠকে ডিআইজি মিজানের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়। সোমবার (২৪ জুন) কমিশনের রেজুলেশন পাস হয়। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ। মামলা নম্বর- ০১। গত ২৫ জুন পুলিশের বিতর্কিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ