spot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ১০ জুন ২০২৩
প্রচ্ছদঅন্যান্য'ভারতকে নতুন বলে আটকাতে হবে'

‘ভারতকে নতুন বলে আটকাতে হবে’

spot_img

বাংলাধারা প্রতিবেদন »

ভারতের ব্যাটিংয়ের স্তম্ভ তিনজন। রোহিত শর্মা, শেখর ধাওয়ান ও বিরাট কোহলি। শেষ ক’বছরে ভারতের পঞ্চাশ শতাংশ রান এই তিনজনের ব্যাট থেকেই আছে। এর মধ্যে ইনজুরিতে শেখর ধাওয়ানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। টাইগার বোলারদের তাই রোহতি শর্মা এবং বিরাট কোহলিদের দ্রুত আটকাতে হবে। কাজটা নতুন বল হাতে নেওয়া বোলারদের করতে হবে।

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ কোর্টলি ওয়ালস এমনই মনে করছেন। সেমিফাইনালে এক দলের জাগয়া নিশ্চিত হয়েছে। দুই দল সেমিতে এক পা দিয়ে রেখেছে। বাকি একটা জায়গার জন্য বাংলাদেশ, পাকিস্তান এবং ইংল্যান্ড লড়ছে। পাকিস্তান নয় এবং ইংল্যান্ড দশ পয়েন্ট নিয়ে বেশ এগিয়েও আছে। বাংলাদেশ তাই ভারতের বিপক্ষে হারলেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে। ভারতের বিপক্ষেই মরণ কামড় দিতে হবে মুস্তাফিজ-সাকিবদের। আর ধাক্কা দেওয়ার শুরুটা নতুন বলেই করতে হবে। কারণ রোহিত শর্মা-বিরাট কোহলি সেট হয়ে গেলে এজবাস্টনের ছোট মাঠে তাদের আটকানো কঠিন হবে।

কোর্টলি ওয়ালস তাই বলেন, ‘নতুন বলে ভারতকে চেপে ধরাই হবে বাংলাদেশের সাফল্য পাওয়ার চাবিকাঠি। আমাদের আগে বুঝতে হবে বার্মিংহামের উইকেট কেমন আচরণ করবে। যদি স্পিনাররা টার্ন পায় তবে শুরুতে দ্রুত স্পিনার দিয়ে উইকেট তুলে নেওয়ার লক্ষ্য থাকবে আমাদের।’

পেস বোলারদের নিয়ে বলেন, ‘যদি উইকেটে শুরুতে সুইং কিংবা মুভমেন্ট থাকে তাহলে আমরা চাইব, পেসাররা যেন শুরুতে তা কাজে লাগাতে পারে। ম্যাচের দিন কন্ডিশন যেমন হবে আমরা সেভাবে আমাদের দল সাজাবো।’ কোচের এমন কথা শুনলেই মনে প্রশ্ন আসে, নতুন বলের সুবিধা নেওয়ার মতো পেসার বাংলাদেশ দলে আছে তো। কোচ তার উত্তর দিয়ে বলেন, ‘দলের চার বোলারই নতুন বলে বোলিং করতে পারে। আমরা তাদেরকে সেভাবেই প্রস্তুত রেখেছি।’

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ