spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামএবার হাটহাজারীর ভূমি অফিস ও সদর ইউনিয়নেও লাগলো ‘ঘুষ বোর্ড‘

এবার হাটহাজারীর ভূমি অফিস ও সদর ইউনিয়নেও লাগলো ‘ঘুষ বোর্ড‘

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

ঘুষ দেয়া ও নেয়া দুটোই সমান অপরাধ। ঘুষের ব্যাপারে কখনও প্রশ্রয় দেয় নি বর্তমানে দায়িত্বে থাকা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসে সেবা গ্রহণকারীর নিকট কর্মচারীর ঘুষ চাওয়ার ঘটনা বেশ আলোচিত হয়েছিল হাটহাজারীতে। তাই ঘুষের প্রবণতা ঠেকাতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের পাশাপাশি আজ সদর ইউনিয়ন ভূমি অফিসের দেয়ালেও একটি ‘ঘুষ বোর্ড‘ স্থাপন করা হয়েছে। সেখানে নিচে লেখা আছে- এই অফিসে যদি কাউকে ঘুষ দিয়ে থাকেন, তবে এই বোর্ডে বিবরণ লিখে যাবেন।

আগামীকাল হাটহাজারী পৌরসভায়ও এ বোর্ড লাগিয়ে দেয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে বলেন, জনগণের সেবা করাই হল আমাদের দায়িত্ব। তাদের সমস্যা সমাধান ও অন্যান্য সেবা প্রদান করার লক্ষ্যে আমাদের এই অফিস। আমি চাই সম্পূর্ণ ঘুষবিহীন সেবা প্রদান করা হোক সকল অফিসে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।

গতকাল আমার অফিসে, আজ ভূমি অফিসের দেয়ালে ‘ঘুষ বোর্ড‘ নামে একটা বোর্ড বসিয়ে দিয়েছি। সেবা নিতে এসে কেউ যদি ঘুষ প্রদান করেন, তাহলে এই বোর্ডে বিস্তারিত বিবরণ লিখে যাবেন। যদি ঘুষ লেনদেন হয় তাহলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীকাল হাটহাজারী পৌরসভার দেয়ালেও একটি ঘুষ বোর্ড লাগিয়ে দেয়া হবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ