spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদঅন্যান্যমোটরসাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স

spot_imgspot_imgspot_imgspot_img

বাংলাধারা প্রতিবেদন »

এখন থেকে মোটরসাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স। দেশে মোটরসাইকেল কেনাবেচার ক্ষেত্রে নতুন এই নিয়ম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষ (বিআরটিএ)। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তির পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে মোটরসাইকেল কেনার ক্ষেত্রেও যার জন্য মোটরসাইকেল কেনা হচ্ছে তার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকত হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে মোটরসাইকেল কিনতে হলে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যথায় তিনি মোটরসাইকেল কিনতে পারবেন না। পৃথিবীর বিভিন্ন দেশে মোটরসাইকেল কিনতে হলে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম/বি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ