spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদবৃহত্তর চট্টগ্রামপটিয়া পৌরসভার কর্মচারীদের বেতন সরকারিভাবে প্রদানের দাবি

পটিয়া পৌরসভার কর্মচারীদের বেতন সরকারিভাবে প্রদানের দাবি

spot_imgspot_imgspot_imgspot_img

পটিয়া প্রতিনিধি »

পটিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবি জানিয়েছেন।

সোমবার (১ জুলাই) সকালে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ঘোষিত দুইদিনের অবস্থান কর্মসূচির প্রথমদিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশন সম্মানীভাতা সরকারি প্রদানের দাবি জানান।

পটিয়া পৌরসভার সচিব মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-পটিয়া সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, উপ সহকারী প্রকৌশলী মো: শাহজাহান, প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়–য়া, প্রধান সহকারী শহীদুল ইসলাম। পৌরসভা প্রশাসনিক ইউনিট হিসেবে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

পৌরবাসীর যাবতীয় সেবা পৌরকর্মীরা প্রদান করে থাকে। কিন্তু পৌর কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত না হওয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। তারা সরকারের কাছে রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবি জানান।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন

spot_img

সর্বশেষ