spot_imgspot_imgspot_img
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত। রেজি নং-৯২
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদআন্তর্জাতিকআফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২৫টিই তালেবানের দখলে

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২৫টিই তালেবানের দখলে

spot_imgspot_imgspot_imgspot_img

দুনিয়া ডেস্ক »

আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়া দেশটির গুরুত্বপূর্ণ সব শহর এখন তালেবান যোদ্ধাদের দখলে। দেশটির চতুর্থ বৃহত্তম শহর মাজার-ই-শরিফের পর তারা জালালাবাদ শহরেরও দখলে নিয়েছে। আফগান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে এখন ২৫টিই তালেবান যোদ্ধাদের দখলে। খবর- এএফপি।

এএফপি জানায়, রোববার সকালে নাঙ্গরাহার প্রদেশের রাজধানী জালালাবাদের নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এখন একমাত্র কাবুলই গুরুত্বপূর্ণ শহর যা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

জালাবাদের বাসিন্দা আহমাদ ওয়ালি বলেন, আমরা সকালে ঘুম থেকে জেগে দেখি গোটা শহরে তালেবানের পতাকা উড়ছে। তারা কোনো ধরনের যুদ্ধ ছাড়াই শহরে প্রবেশ করেছে। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে তালেবান।

এর আগে তালেবান যোদ্ধারা উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর অবশিষ্ট একমাত্র ঘাঁটি বাল্খ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের দখল নেয়। সেনাদের মনোবল বাড়াতে এবং স্থানীয় মিলিশিয়া কমান্ডারদের সঙ্গে আলোচনা করতে কয়েক দিন আগে ওই শহরে গিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি।

জানা গেছে, কুখ্যাত যুদ্ধবাজ মার্শাল আবদুর রশিদ দোস্তুম ও তাজিক গোষ্ঠীর কমান্ডার আতা মোহাম্মদ নুর মাজার-ই-শরিফ থেকে পালিয়ে গেছেন। দোস্তুমের ফাঁকা বাড়িতে তালেবান যোদ্ধাদের ঘুরে বেড়ানোর ছবি সামাজিক মাধ্যমে দেখা গেছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

spot_img

সর্বশেষ