আনোয়ারা প্রতিনিধি »
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবর জেয়ারত করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।
শনিবার (১০ অক্টোবর) সকালে আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে আখতারুজ্জামান চৌধুরী বাবু’র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সহ-সভাপতি চেয়ারম্যান সোলাইমান, সাধারণ সম্পাদক এম এ মালেক, অর্থ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দীন, সদস্য মোহাম্মদ সেলিম, আব্দুর রহিম, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দিদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় চসিক প্রশাসক সুজন বলেন, আখারুজ্জামান চৌধুরী ছিলেন একজন দুরদর্শী রাজনীতিক। দলের প্রতি তাঁর ব্যাপক দায়বদ্ধতা ছিল। তিনি কঠিন সময়েও দলের সাথে বেঈমানী করেননি।
বাংলাধারা/এফএস/এএ