বাংলাধারা ডেস্ক »
‘আদর্শে বঙ্গবন্ধু চট্টগ্রাম মহানগর’ শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) নগরীর ২নম্বর গেইট এলাকার জয় বাংলা উদ্যান চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এমইএস কলেজ ছাত্রলীগ নেতা শাহরিয়ার নিলয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিটিসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য শাহেদ মিজান।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন চৌধুরী, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আলিম উল্লাহ মুরাদ, বিজয় উল্লাস, হাসান মুরাদ, রায়হানুল কবির, আমিনুল ইসলাম, রাজু চৌধুরী, সিটিসি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ সৈকত, ইকরাম হোসেন, নাঈম রাব্বী, হাবিব উল্লাহ রিয়াদ, সৈকত দাশ, শৈবাল দাশ, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা মোঃ সাইফুল, মোঃ আবির হোসেন, শাহাদাত হোসেন, সোহেল চৌধুরী প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআই