ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

আরমান চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ কৃষক লীগের শ্রদ্ধাঞ্জলি

বাংলাধারা ডেস্ক »

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে কালো রাত্রিতে ক্ষমতালোভী কুচক্রী মহলের হাতে নির্মমভাবে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কৃষক লীগের নেতৃবৃন্দ।

রোববার (১৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ কৃষক লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: আরমান চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মহানগর নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষকলীগের সহ-সভাপতি ডা: দেবাশীষ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত চৌধুরী, দপ্তর সম্পাদক নুরুদ্দীন, অধ্যক্ষ অঞ্জনা রায় চৌধুরী, মো: আব্দুল হাকিম, মো মফিজুর রহমান, মো: আবুল হাশেম তালুকদার, এড. নাসরিন আক্তার, সন্দিপন সরকার মান্না, শিশির পাড়িয়াল, মাস্টার আকতার খান, নেহাল আজম সোহেল, ঊষা আচার্য্য, রোফি দাশ, লায়ন মো: আব্দুল কায়ুম, ইঞ্জি. মনির হোসেন, নির্মল তালুকদার, বিনয় ভৌমিক, অধ্যাপক মিল্টন নাথ, রাজিব সিংহ, মোফাচ্ছেরুল হক রাসেল, রাকিব হোসেন, কামাল হোসেন, শিপন দাশ, প্রকাশ দাশ, রনধীর তালুকদার, মিঠুন দাশ, দিলীপ দাশ প্রমুখ।

কৃষকলীগ নেতৃবৃন্দ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন শেষে দোয়া মোনাজাত করা হয়।

এরপর চট্টগ্রাম মহানগর কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আরমান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালির জাতিসত্তায় গৌরবে ও বিশ্বাসে অনুপ্রেরণার কান্ডারি। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাতে ক্ষমতা লোভী প্রেতাত্মারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে মূলত বাঙ্গালী ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। এক পর্যায়ে তারা সাময়িক ভাবে সফল হয়েছিল। কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করেনি। তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। বঙ্গবন্ধু বেঁচে আছে বাংলা ও বাঙ্গালির হৃদয়ে। আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নের বাস্তবায়নের পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

তিনি আগস্টের এই শোককে শক্তিতে পরিণত করে সকলকে একযোগে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন