বাংলাধারা প্রতিবেদন »
আমার শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তবে সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমি ভাল বোধ করছি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে তথ্যমন্ত্রী তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মধ্য এই তথ্য জানান।
দেশবাসীর উদ্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তার স্ট্যাটাসে লিখেন, ‘এটি আপনাদের সবাইকে জানাতে চাই যে, আমার শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তবে সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমি ভাল বোধ করছি। আপনাদের সবাইকে আমার জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ সর্বশক্তিমান আমাদের সবাইকে এবং আমাদের দেশকে মঙ্গল করুন।’

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বর্তমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ রেজাল্ট আসে।
করোনাকালে প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাফতরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বাংলাধারা/এফএস/এএ