ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

ঈদ আনন্দে বাড়ি যাওয়ার হিড়িক

মুহাম্মদ আব্দুল আলী »

করোনার কারণে গত দুই বছর ঈদে শহর থেকে গ্রামমুখো যাত্রা ছিল সীমিত। করোনার তৃতীয় ঢেউ এবার নিয়ন্ত্রণে আসার পর বলতে গেলে কোনো বিধিনিষেধই নেই। এ কারণে ঘরমুখো মানুষের যাত্রা বেশি হবে- এটা ধরেই নেয়া যায়। সরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠানে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। অফিস শেষে টানা ছয় দিনের ছুটি শুরু হয়েছে। এর মধ্যে আজ ও কাল সাপ্তাহিক ছুটি। ঈদের আগে শেষ কর্মদিবস শেষ। বিকেলে দ্রুত বাড়ি যাওয়ার তোড়জোর।

রোববার মহান মে দিবস। এর সঙ্গে শুরু হচ্ছে ঈদের ছুটি। আগামী বুধবার পর্যন্ত এ ছুটি চলবে।চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ঈদ হতে পারে ৩ মে। সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি দেখানো আছে ২, ৩ ও ৪ মে। যারা আগামী বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পেরেছেন তারা নয় দিনের ছুটিতে যাচ্ছেন।

ঈদযাত্রার দ্বিতীয় দিনও শিডিউল বিপর্যয়ে পড়েছে বিভিন্ন রুটের ট্রেন। ২৪ থেকে ৩৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন অধিকাংশ যাত্রী। সেই দুর্ভোগের রেশ না যেতেই ট্রেনযাত্রীরা নতুন করে দুর্ভোগের শিকার হচ্ছেন। যাত্রার দিন শিডিউল বিপর্যয়ের ফাঁদে পড়েছেন তারা।

এদিকে বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে সারাদেশে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
এর আগে ২৯ ও ৩০ এপ্রিল পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, ঈদের আগে ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। এর ফলে অনেক ব্যাংক নগদ টাকার সংকটেও পড়েছে। সংকট মেটাতে এক ব্যাংক অন্য ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এতে কলমানিতে গত বুধবার রেকর্ড লেনদেন হয়েছে। আর গতকাল বৃহষ্পতিবার লেনদেন কিছুটা কমলেও সুদের হার আগের দিনের চেয়ে কিছুটা বেশি ছিল।

এছাড়া বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা ধার বেড়েছে। এ জন্য ঈদের আগে টাকা ধার দিতে বিশেষ ব্যবস্থাও নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়াও ঈদের ছুটি চলাকালে গ্রাহকের নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট দেশের তফসিলি ব্যাংকগুলোকে এই নির্দেশনা দিয়েছে।

দেখা গেছে, ঈদ আনন্দে বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রবেশদ্বার ও বের হওয়ার রাস্তাগুলোয় এখন হাজার হাজার মানুষের ভিড়। বাসের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কারের চাপও বেড়েছে।

সেই সঙ্গে দুর্ঘটনার ঝুঁকি সত্ত্বেও মোটরসাইকেলে করে দীর্ঘ যাত্রার প্রবণতাও স্পষ্ট। কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় ঈদে বাড়ি ফেরা মানুষদের মধ্যে যতজনের মৃত্যু হয়, তার মধ্যে ৪০ শতাংশেই থাকে বাইক আরোহী।

আরও পড়ুন