বাংলাধারা প্রতিবেদন :::
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকার একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইয়াবাসহ মহিউদ্দিন জুয়েল (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পরে তার তথ্যের ভিত্তিতে ইয়াবা বিক্রি করার অভিযোগে মো. হারুন (৪৯) নামে আরও একজন গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতার মহিউদ্দিন জুয়েল পটিয়া থানার কুসুমপুরা এলাকার মো. সিরাজুন্নবীর ছেলে এবং মো. হারুন কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা এলাকার মো. আবুল বশরের ছেলে।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বলেন, ‘শুক্রবার রাতে নগরের কাজীর দেউড়ি এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের অফিস থেকে সন্দেহজনক প্যাকেট বুকিং দিচ্ছে এমন খবরে অভিযান চালাই। এতে একটি প্ল্যাস্টিকের প্যাকেট থেকে ২৮৯ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে ইয়াবা বিক্রির অভিযোগে রাত পৌনে ২টার দিকে মো. হারুনকে গ্রেফতার করা হয়।
মহিউদ্দিন ও হারুনসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানানি তিনি।
বাংলাধারা/এফএস/এআই