বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে কথিত অনলাইন পোর্টাল এটিএম নিউজ টিভির চেয়ারম্যান লায়ন আলহাজ্ব আমিরুল গণি খোকনের (৫০) বিরুদ্ধে চকবাজার থানায় অভিযোগ করেছেন এক নারী।
গত ২৬ জুন চকবাজার থানায় অভিযোগটি দায়ের করেন এটিএম নিউজ টিভির কর্মচারী (রিসিপশনিস্ট) বিবি আয়েশা।
দায়ের করা অভিযোগ পত্র থেকে জানা যায়, বিবি আয়েশা বিগত ৪ মাস ধরে এটিএম নিউজ টিভির কার্যালয়ে (লোকমান ম্যানশন (২য় তলা) চকবাজার) রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। চাকরির শর্তানুযায়ী প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন প্রদান করার কথা থাকলেও আমিরুল গণি খোকন এক মাসের বেতনও পরিশোধ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে বিবি আয়েশা বাংলাধারাকে জানান, আমি দীর্ঘ চার মাস প্রতিদিন প্রায় দেড়’শ থেকে দুই’শ টাকা খরচ করে হাটহাজারী থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটিএম নিউজ টিভির অফিসে আমার দায়িত্ব পালন করেছি। আমাকে প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়ার কথা থাকলেও আমাকে এক মাসের বেতনও পরিশোধ করেনি। প্রতি মাসের ১০ তারিখে আমার বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি আজ দিবে-কাল দিবে বলে আমাকে ঘুরিয়েছেন এবং এখনও ঘুরাচ্ছেন।
বিবি আয়েশার করা অভিযোগ থেকে আরও জানা যায়, এর আগেও এটিএম নিউজ টিভির কয়েকজন রিপোর্টার ও ক্যামেরা ম্যানের বেতন পরিশোধ করেননি কথিত চেয়ারম্যান আমিরুল গণি খোকন।
নাম প্রকাশে অনিচ্ছুক এটিএম নিউজ টিভিতে কর্মরত আরও একজন রিপোর্টার বাংলাধারাকে বলেন, ওখানে (এটিএম নিউজ টিভি) কাজ করার শুরুতেই প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন ও প্রতিদিন যানবাহন ভাড়া প্রদান করার কথা ছিল। কিন্তু ওখানে আমি প্রায় চার মাস কাজ করছি, কিন্তু একমাসেরও বেতন দেয়নি, প্রতিদিনের খরচও দিচ্ছে না। আজ দিবে কাল দিবে বলে ঘুরাচ্ছে।
কথিত পোর্টালটিতে কাজ করেছিল সাইফুল ইসলাম সবুজ নামের একজন বাংলাধাকে জানান, আমাকে প্রতি মাসে ৮ হাজার টাকা ও প্রতিদিন মোটরসাইকেলের তেল খরচ ১০০ টাকা করে দেওয়ার কথা ছিল। আজ দিবে কাল দিবে বলে এক মাসের বেতন ও প্রতিদিনের খরচ দেয়নি। অথচ করোনাকালীন এই সময়ে ঠিকভাবে বাসা ভাড়াও পরিশোধ করতে পারছি না।
অভিযোগের বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা এএসআই গৌতমকে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এবিষয়ে মোবাইলে কিছু বলা যাবে না, আপনি থানায় আসেন।’
উল্লেখ্য, কথিত এটিএম নিউজ টিভির চেয়ারম্যান আমিরুল গণি খোকন ও তার সহযোগীদের বেশ কিছু অনৈতিক কর্মকাণ্ডের তথ্য ও প্রমাণ এসেছে বাংলাধারা’র এই প্রতিবেদকের হাতে। সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের বক্তব্য নিয়ে খুব শিগগির প্রকাশ করা হবে।
বাংলাধারা/এফএস/এআই