বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, করোনার টিকা সব অপপ্রচারের জবাব।পৃথিবীর অনেক দেশে যেখানে ভ্যাকসিন পৌঁছায়নি, সেখানে আমাদের দেশে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে নিজে করোনা টিকা নিয়ে এসব কথা বলেন তিনি।
টিকা নেওয়ার পর তিনি বলেন, টিকা নেওয়ার পর আমার তেমন কোন ব্যথা লাগেনি। কোন অসুবিধা হয়নি। একদল অনর্থক অপপ্রচার চালাচ্ছে। টিকা দিলে আপনি তো সেইফ, তাই না? সবার এই টিকা নেওয়া উচিত।
এদিকে সকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয় করোনা ভ্যাকসিন কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে টিকা নেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিদ্যুৎ বড়ুয়াসহ আইনশৃঙ্খলা রক্ষা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বাংলাধারা/এফএস/এইচএফ