চট্টগ্রামের কর্ণফুলীতে ২৬ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বন্দর থানার পোর্ট কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ ইলিয়াছ (৪৮) কর্ণফুলী থানা বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, ২৬টি মামলার ওয়ারেন্ট ভুক্ত ইলিয়াছ নামের এক আসামিকে থানা পুলিশ গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ২৬টি মামলার গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য মুলতবি ছিল। এরমধ্যে কর্ণফুলী থানায় সাজা পরোয়ানা ৬টি এবং সিআর পরোয়ানা ১১টি, কোতোয়ালী থানায় সাজা পরোয়ানা ৪টি, চান্দগাঁও থানায় একটি, পটিয়া থানায় একটি, বায়েজিদ থানায় সিআর পরোয়ানা ২টি ও চকবাজার থানায় একটি রয়েছে।
এসব পরোয়ানায় সাজার পরিমাণ ৬ বছর ১০ মাস এবং অর্থদণ্ড ৩ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়েছে।