ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

কলাতলীর কটেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনের সুইটহোম নামের একটি কটেজ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরুধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সিআইডি ও থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে আলামত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে নেয়া হয়েছে।

মরদেহ পাওয়া আবদুল মান্নান (৩০) কক্সবাজার পৌরসভার বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের ছেলে।

কটেজ কর্তৃপক্ষ জানান, দুইদিন আগে দুই বন্ধুসহ তিনজন মিলে কটেজ সুইটহোমের ৩০২ নং কক্ষ ভাড়া নেন মান্নান। এর মধ্যে মঙ্গলবার বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে যাওয়া পুলিশের এক কর্মকর্তা জানান, গলায় তার পেঁচিয়ে মান্নানকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতের গলায় তার পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, সাথে থাকা দুইজন মিলে গলায় তার প্যাঁচিয়ে তাকে হত্যা করে খাটের নিচে লাশ লুকিয়ে পালিয়ে গেছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানাযাবে। এরপরও তার সাথে কারা হোটেলে ছিলো এবং স্থানীয় হয়েও কেন তারা হোটেলে রাত কাটালো সব বিষয় খোঁজে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন