খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি বাস টার্মিনালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (০৩ জুলাই) ঘটা এই ঘটনার আলামত হিসেবে দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন, খাগড়াছড়ি উত্তর গঞ্জপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে মো. কামাল মিজি (২৯) ও হবিগঞ্জের মাধবপুর থানা এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (২৫)। কামাল খাগড়াছড়ি-চট্টগ্রাম লোকাল বাসের শ্রমিক এবং রফিক বাস টার্মিনালে তার ভাইয়ের দোকানে কাজ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরী পড়ালেখা না করে বেশির ভাগ সময় টিভি দেখে। এ কারণে তার মা তাকে বকাবকি করলে সে রাগ করে গভীর রাতে বাসা থেকে বের হয়ে আসে। এরপর সে হেঁটে খাগড়াছড়িতে আসে। বাস টার্মিনাল এলাকায় এলে দুই যুবক তাকে ধর্ষণ করে।
ঘটনার বিবরণীতে জানা যায়, মেয়েটি পরিবারের লোকজনের সঙ্গে রাগ করে রাতে সে বাসা থেকে বের হয়ে আসে। টার্মিলাল এলাকায় এলে দুই যুবক তাকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করে। মেয়েটি পালাতে চেষ্টা করলে আবার তাকে ধরে আরেকটি গাড়িতে তুলে ধর্ষণ করে। পরে ছাড়া পেয়ে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, ‘ভোরে অভিযোগ পেয়ে আমাদের পুলিশ ফোর্স টার্মিনাল এলাকা থেকে অভিযুক্তদের আটক করে। ধর্ষণের শিকার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বাংলাধারা/এফএস/এআর