ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

খাগড়াছড়ির দীঘিনালায় বৌদ্ধ যুব ঐক্য পরিষদের শীত বস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি  »

খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়ার জারুলছড়িতে শীত বস্ত্র বিতরণ করেছে সাধনাটিলা বন বিহারের বৌদ্ধ যুব ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে জারুলছড়ি হেডম্যান পাড়া জুনিয়র স্কুল মাঠে এ শীত বস্ত্র রিতরণ উদ্ভোধন করেন সাধনা টিলা বন বিহারের বিহারধ্যক্ষ বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে।

অনুষ্ঠানে বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে বলেন দানের মধ্যে বস্ত্র দান ও একটি মহৎ ও পূণ্য কাজ। সাধনা টিলা বন বিহারের বুদ্ধ যুব ঐক্য পরিষদ প্রায় সময় গরীব দুঃখী ও অসহায় পরিবারদের নিয়ে কাজ করে,তারই ধারাবাহিকতায় এই শীত বস্ত্র বিতরণ। জারুলছড়িতে পাঁচটি গ্রামের ৫০ পরিবারের মাঝে এ শীত বস্ত্র বিতরন করা হয়।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গল প্রিয় ভান্তে কালোদ্বয় ভান্তেনেত্তাশ্রী ভান্তে বৌদ্ধ যুব ঐক্য পরষিদের সভাপতি অরেন চাকমা, সহ-সভাপতি জয়া চাকমা, সদস্য পূর্ণ চাকমা ও টেনসি চাকমা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন