ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা সম্পর্কে বহির্বিশ্বকে অবগত করার আহ্বান

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সুবিধার তথ্যাবলি বিদেশে বিভিন্ন ফোরামে যথাযথ ভাবে উপস্থাপন করতে হবে।

সোমবার (৪ নভেম্বর) নগরীর খুলশীস্থ বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ে চট্টগ্রামস্থ রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর পরিচালক কংকন চাকমা ও বিজিএমইএ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে বক্তারা এ আহ্বান জানান।

এ সময় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালাম বলেন, চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সুবিধার তথ্যাবলি বিদেশে বিভিন্ন ফোরামে যথাযথ ভাবে উপস্থাপন করার জন্য ইপিবি’র প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, কাস্টমস্ ও বন্দর সুবিধা থাকায় চট্টগ্রাম থেকে রপ্তানী করলে ২/৩ শতাংশ ব্যয় কম হয়। তৈরী পোশাক রপ্তানী প্রক্রিয়ায় ইপিবি, কাস্টমস, বন্দর সহ সকল প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।  বহিঃর্বিশ্বে তৈরী পোশাক সহ অন্যান্য পণ্যের বাজার সৃষ্টি ও রপ্তানী বৃদ্ধিতে ইপিবি কে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইপিবি’র পরিচালক জনাব কংকন চাকমা বলেন, নানা সীমাবদ্ধতা থাকা স্বত্তে¡ও তার প্রতিষ্ঠান তৈরী পোশাক সহ অন্যান্য রপ্তানী পণ্যের বাজার সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। রপ্তানীকারকদের প্রয়োজনে সব রকম সুযোগ-সুবিধা নিরলস ভাবে দেয়া হচ্ছে। তিনি বিদেশে পণ্য বাজার সৃষ্টির লক্ষ্যে আন্তর্জাতিক মেলা সমূহে রপ্তানীকারকদের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যবলী ওয়েভ সাইটে প্রদানের পরামর্শ দেন।

আরো বক্তব্য রাখেন, বিজিএমইএ’র সহ-সভাপতি এ.এম. চৌধুরী সেলিম, পরিচালক এ.এম. মাহাবুব চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী।

এ সময় আরো উপস্থিত  ছিলেন,  বিজিএমইএ’র পরিচালক সর্বজনাব মোহাম্মদ মুসা, খন্দকার বেলায়েত হোসেন, মোহাম্মদ আতিক ও প্রাক্তন পরিচালক এবং ইপিবি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাফিদ নবী সহ ইপিবি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ