ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

চট্টগ্রামে এসে পৌঁছেছে সিনোফার্মের আরও ৪ লাখ ৭৫ হাজার টিকা

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামে এসে পৌঁছেছে চীনের সিনোফার্মের আরও ৪ লাখ ৭৫ হাজার ডোজ টিকা। যা আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত গ্রাম পর্যায়ে গণ টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এসব ভ্যাকসিন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গ্রাম পর্যায়ে ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। সে হিসেবে গণটিকার মতো আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর প্রাথমিকভাবে চট্টগ্রামের গ্রামান্তরে ক্যাম্পেইনের মাধ্যম টিকা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এ জন্য প্রাথমিক ভাবে ৪ লাখ ৭৫ হাজার ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ