বাংলাধারা প্রতিবেদক »
ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে গতকাল (শুক্রবার) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন- কুমিল্লা জেলার চান্দিনা থানার বারেরা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মো. রুহুল আমিন (২৫) এবং কুমিল্লা সদর থানার মদীনগর গ্রামের মৃত. চান মিয়ার পুত্র মো. জালাল (৩৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ আশপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁকা রাস্তার ওপর থেকে প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসাথে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।