বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে; এ বছর জেলায় মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ জন। আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ অক্টোবর মা ও শিশু হাসপাতালে মৃত্যু হয় মুন্না নামের ১৭ বছর বয়সী ওই তরুণের। বন্দরনগরীর হালিশহর এলাকার আনন্দ বাজার টিটি কলোনির বাসিন্দা ছিলেন তিনি।
এর আগেও নগরীতে ডেঙ্গু আক্রান্ত একাধিক মৃত্যুর তথ্য এক বা দুদিন পর জানানো হয়েছে সিভিল সার্জনের কার্যালয় থেকে।
এ বছর চট্টগ্রাম জেলায় যে ১৫ জন ডেঙ্গুতে মারা গেছেন, তাদের মধ্যে সেপ্টেম্বরের শেষ দশ দিনে পাঁচজন এবং অক্টোবরে ছয়জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া গণমাধ্যমকে বলেন, আগের ২৪ ঘণ্টায় জেলায় ৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৭৪০ জন।