ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩৪ শতাংশ

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল অবশেষে প্রকাশিত হয়েছে। এতে অংশ নেওয়া ৪৪ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় ফলাফল প্রকাশ করা হয়।

গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত হয় ডি ইউনিটের পরীক্ষা। পরেরদিন (২৯ অক্টোরব) পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয়া ন্যাশনাল কারিকুলামের শিক্ষার্থীদের প্রশ্নপত্র ছাপানোতে কারিগরি সমস্যা দেখিয়ে ফলাফল স্থগিত করা হয়।

এরপর গত ৬ নভেম্বর ন্যাশনাল কারিকুলামের ২০৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নিয়ে বৃহস্পতিবার রাতে ফলাফল প্রকাশ করা হয়। দুটি শিফটে ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৪৪ হাজার ৯৯০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার্থীরা admission.cu.ac.bd এ লিংকে গিয়ে ‘ডি’ ইউনিট নির্বাচন করে এবং রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন